নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। যদিও পরে তারা অভিমান ভেঙে দলে ফিরে আসেন।
প্রথমদিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা থাকলেও ‘নিরাপত্তা’ ইস্যুতে সেটি বাতিল করে বিসিবি। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সীমিত পরিসরে উদ্বোধনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হাজার হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তবে সব আয়োজনের মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় ছিল বিপিএলের ট্রফি—যা মাঠেই দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা থাকলেও তা এখনো না পৌঁছানোয় উদ্বোধনী দিনে ট্রফি প্রদর্শন সম্ভব হয়নি। এ কারণেই হয়নি ঐতিহ্যবাহী ক্যাপ্টেনস ডে।
